অনলাইন ডেস্ক: সুদানের উত্তরাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ২০ জন খনির ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শনিবার দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, নীলনদ রাজ্য বারবার শহরের পশ্চিমে উম অড এলাকায় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
সুদানখনির নির্বাহী পরিচালক হাসান ইব্রাহিম কারার বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কী কারণে খনিটি ধসে পড়েছে তা তিনি জানাতে পারেননি।
২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষই দেশের স্বর্ণশিল্পের মাধ্যমে 'যুদ্ধপ্রচেষ্টা' অব্যাহত রেখেছে। সংঘাত সত্ত্বেও সরকার ২০২৪ সালে রেকর্ড ৬৪ টন সোনা উৎপাদন করেছে।
দেশটি আফ্রিকার তৃতীয় শীর্ষ সোনা উৎপাদনকারী।
চলমান সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় এক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বড় আকারের বাস্তুচ্যুতি সংকট তৈরি হয়েছে, যারা সীমান্ত পেরিয়ে পালিয়ে যাচ্ছেন।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.