
অনলাইন ডেস্ক: সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে ফজরের নামাজ চলাকালে এক মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
শুক্রবার স্থানীয় হাসপাতালের এক জ্যেষ্ঠ চিকিৎসকের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। চিকিৎসা সূত্র জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে মরদেহ আটকে থাকতে পারে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এ হামলার জন্য আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করা হলেও সংগঠনটি এখনও কোনো মন্তব্য করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নামাজ আদায়কালে হঠাৎ ড্রোন হামলা হয়। হামলার পর উদ্ধারকাজ শুরু হয়েছে এবং তা এখনও চলমান।