সুইস ব্যাংকে কেন অরুচি দুর্নীতিবাজদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে অর্থপাচার উল্লেখযোগ্য হারে কমেছে। সুইস ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় যে, গত দুই বছরে বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে টাকা পাঠানোর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।’

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা করা অর্থ ছিল ৮৭ কোটি ১১ লাখ ফ্রাঁ। ২০২২ সালে শেষে তা কমে দাঁড়ায় ৫ কোটি ফ্রাঁ-তে। আর সেখান থেকে কমে ২০২৩ সালে পৌনে দুই কোটি ফ্রাঁ তে পৌঁছেছে। অর্থাৎ গত দুই বছরে সুইস ব্যাংক থেকে ১১ হাজার কোটি টাকা আমানত সরিয়ে ফেলা হয়েছে। আমানতের এই টাকা সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো দেশগুলোতে গেছে বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া যাচ্ছে।

প্রশ্ন উঠছে যে, দুর্নীতিবাজরা কেন সুইস ব্যাংক থেকে টাকা সরিয়ে ফেলছে? একটা সময় ছিল সুইস ব্যাংকে টাকা রাখা ছিল মর্যাদার প্রতীক। দুর্নীতিবাজরা সামাজিক মর্যাদা এবং নিরাপদে টাকা রাখার জন্য ব্যাংককে পছন্দ করত। সুইস ব্যাংকের একটা বড় বৈশিষ্ট্য ছিল যে সুইস ব্যাংক অর্থ আমানতকারীর তথ্য প্রকাশ করত না। ফলে এই অর্থের কথা গোপন থাকত। ফলে দুর্নীতিবাজরা এখানে টাকা রাখাটাকে সবচেয়ে নিরাপদ মনে করত। কিন্তু সাম্প্রতিক সময় সুইজারল্যান্ডের আইনের কিছু পরিবর্তন হয়েছে এবং সুইস ন্যাশনাল ব্যাংকের নীতিমালারও পরিবর্তন হয়েছে। সুইস ব্যাংক এখন তথ্য গোপনের নীতিমালা থেকে কিছুটা সরে এসেছে। এর পিছনে অবশ্য একাধিক কারণ রয়েছে।’

প্রথমত, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তন হয়েছে। এই মালিকানা পরিবর্তনের কারণে তারা এখন অর্থকষ্টে ভুগছে। এ কারণে যে সমস্ত বিতর্কিত ব্যক্তিদের টাকা জমা আছে এই ব্যাংকে তাদের তথ্য তারা ফাস করে দিচ্ছে। ফলে বিতর্কিত ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশগুলো লিখিত অভিযোগ জানাচ্ছে।

দ্বিতীয়ত, এই টাকা অবৈধভাবে উপার্জিত এমন তথ্য এবং অভিযোগ যাচ্ছে সুইস ব্যাংকের কাছে। ফলে ব্যাংক এই টাকাগুলোকে ফ্রিজ করে রাখতে পারছে বা বাজেয়াপ্ত করেছে। এটি সুইজারল্যান্ডের আয়ের একটি বড় উৎস। এরকম বেশ কিছু ব্যক্তি টাকা বাজেয়াপ্ত হয়ে গেছে। ফলে সুইস ব্যাংকে টাকা রাখাটাকে ঝুঁকিপূর্ণ মনে করছে। তাছাড়া সুইজারল্যান্ড এখন আন্তর্জাতিক মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক যে নেটওয়ার্ক তার সদস্য হয়েছে। সেখানে তারা তথ্য আদানপ্রদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে সহযোগিতা করছে। এর কারণে সুইস ব্যাংকে যারা জ্ঞাত আয় বহির্ভূত অর্থ রাখছেন তাদের তথ্য সহজেই ফাঁস করে দেওয়া হচ্ছে।’

তৃতীয়ত, সংযুক্ত আরব আমিরাতে টাকা রাখলে মুনাফার হার বেশি। বিনিয়োগ করা যাচ্ছে এবং কেউ প্রশ্ন করছে না। সুইজারল্যান্ডের চেয়ে সংযুক্ত আরব আমিরাতে টাকা রাখাটাকে এখন তাই অনেকে নিরাপদ মনে করছেন। সুইজারল্যান্ডে টাকা রাখলে সে টাকা ফেরত পাওয়া যায় না। দুঃসময়ে টাকা পাওয়া যায় না। অতীতে যাদের টাকা বাজেয়াপ্ত হয়েছে তাদের অভিজ্ঞতা দুর্নীতিবাজরা এখন সুইজ ব্যাংকের পরিবর্তে দুবাই, সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় বিনিয়োগ করছেন। আর এ কারণেই সুইস ব্যাংক থেকে ফ্রাঁ এর বিনিয়োগের টাকাগুলো সরাসরি চলে যাচ্ছে এখন সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশগুলোতে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২৪২ কোম্পানির দরপতনেও লেনদেন প্রায় হাজার কোটি টাকা

ঠিকানা টিভি ডট প্রেস: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া

নৌকার ভাস্কর্য ভেঙে দল ছাড়ার ঘোষণা আওয়ামী লীগ নেতার

গোপালগঞ্জ প্রতিনিধি: নিজ বাড়ির পুকুর পাড়ে নির্মিত নৌকার ভাস্কর্য ভেঙে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন গোলগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮১৯ জনের নাম-পরিচয় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনের সময় কমপক্ষে ৮১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এদের মধ্যে ৬৩০ জনের নাম জানা গেলেও ১৮৯

গাজায় তিনদিনে প্রাণ গেলো ৬০০ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এনিয়ে ইসরায়েলের বর্বর আগ্রাসনে তিনদিনে প্রাণ গেলো প্রায়

ছাগলের মুখে প্লাস্টিকের দাঁত লাগিয়ে বিক্রি, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক: প্লাস্টিকের দাঁত লাগিয়ে কোরবানির পশুর হাটে বিক্রি হচ্ছে ছাগল। বিষয়টি ধরে ফেলেন ক্রেতা। পরে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় ছাগল বিক্রেতাকে। সম্প্রতি পাকিস্তানের

বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক