সুইস ব্যাংকে কেন অরুচি দুর্নীতিবাজদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে অর্থপাচার উল্লেখযোগ্য হারে কমেছে। সুইস ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় যে, গত দুই বছরে বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে টাকা পাঠানোর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।’

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা করা অর্থ ছিল ৮৭ কোটি ১১ লাখ ফ্রাঁ। ২০২২ সালে শেষে তা কমে দাঁড়ায় ৫ কোটি ফ্রাঁ-তে। আর সেখান থেকে কমে ২০২৩ সালে পৌনে দুই কোটি ফ্রাঁ তে পৌঁছেছে। অর্থাৎ গত দুই বছরে সুইস ব্যাংক থেকে ১১ হাজার কোটি টাকা আমানত সরিয়ে ফেলা হয়েছে। আমানতের এই টাকা সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো দেশগুলোতে গেছে বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া যাচ্ছে।

প্রশ্ন উঠছে যে, দুর্নীতিবাজরা কেন সুইস ব্যাংক থেকে টাকা সরিয়ে ফেলছে? একটা সময় ছিল সুইস ব্যাংকে টাকা রাখা ছিল মর্যাদার প্রতীক। দুর্নীতিবাজরা সামাজিক মর্যাদা এবং নিরাপদে টাকা রাখার জন্য ব্যাংককে পছন্দ করত। সুইস ব্যাংকের একটা বড় বৈশিষ্ট্য ছিল যে সুইস ব্যাংক অর্থ আমানতকারীর তথ্য প্রকাশ করত না। ফলে এই অর্থের কথা গোপন থাকত। ফলে দুর্নীতিবাজরা এখানে টাকা রাখাটাকে সবচেয়ে নিরাপদ মনে করত। কিন্তু সাম্প্রতিক সময় সুইজারল্যান্ডের আইনের কিছু পরিবর্তন হয়েছে এবং সুইস ন্যাশনাল ব্যাংকের নীতিমালারও পরিবর্তন হয়েছে। সুইস ব্যাংক এখন তথ্য গোপনের নীতিমালা থেকে কিছুটা সরে এসেছে। এর পিছনে অবশ্য একাধিক কারণ রয়েছে।’

প্রথমত, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তন হয়েছে। এই মালিকানা পরিবর্তনের কারণে তারা এখন অর্থকষ্টে ভুগছে। এ কারণে যে সমস্ত বিতর্কিত ব্যক্তিদের টাকা জমা আছে এই ব্যাংকে তাদের তথ্য তারা ফাস করে দিচ্ছে। ফলে বিতর্কিত ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশগুলো লিখিত অভিযোগ জানাচ্ছে।

দ্বিতীয়ত, এই টাকা অবৈধভাবে উপার্জিত এমন তথ্য এবং অভিযোগ যাচ্ছে সুইস ব্যাংকের কাছে। ফলে ব্যাংক এই টাকাগুলোকে ফ্রিজ করে রাখতে পারছে বা বাজেয়াপ্ত করেছে। এটি সুইজারল্যান্ডের আয়ের একটি বড় উৎস। এরকম বেশ কিছু ব্যক্তি টাকা বাজেয়াপ্ত হয়ে গেছে। ফলে সুইস ব্যাংকে টাকা রাখাটাকে ঝুঁকিপূর্ণ মনে করছে। তাছাড়া সুইজারল্যান্ড এখন আন্তর্জাতিক মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক যে নেটওয়ার্ক তার সদস্য হয়েছে। সেখানে তারা তথ্য আদানপ্রদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে সহযোগিতা করছে। এর কারণে সুইস ব্যাংকে যারা জ্ঞাত আয় বহির্ভূত অর্থ রাখছেন তাদের তথ্য সহজেই ফাঁস করে দেওয়া হচ্ছে।’

তৃতীয়ত, সংযুক্ত আরব আমিরাতে টাকা রাখলে মুনাফার হার বেশি। বিনিয়োগ করা যাচ্ছে এবং কেউ প্রশ্ন করছে না। সুইজারল্যান্ডের চেয়ে সংযুক্ত আরব আমিরাতে টাকা রাখাটাকে এখন তাই অনেকে নিরাপদ মনে করছেন। সুইজারল্যান্ডে টাকা রাখলে সে টাকা ফেরত পাওয়া যায় না। দুঃসময়ে টাকা পাওয়া যায় না। অতীতে যাদের টাকা বাজেয়াপ্ত হয়েছে তাদের অভিজ্ঞতা দুর্নীতিবাজরা এখন সুইজ ব্যাংকের পরিবর্তে দুবাই, সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় বিনিয়োগ করছেন। আর এ কারণেই সুইস ব্যাংক থেকে ফ্রাঁ এর বিনিয়োগের টাকাগুলো সরাসরি চলে যাচ্ছে এখন সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশগুলোতে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধানমন্ডি ৩২-এ আগুন, বিচার চাইলেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ও বঙ্গবন্ধু ভবনে আগুন দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র

ভূঞাপুরে হাত বদল অবৈধ বালুঘাট, বেড়েছে প্রশাসনের নিষ্কিয়তা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনার তীর ঘেষে টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অবৈধ বালুঘাট। স্থানীয় প্রশাসনের নিষ্কিয়তা ও নগদ টাকার প্রলোভনে স্থানীয়দের

‘ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহর দখলের দাবি বিদ্রোহীদের’

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা জাতিগত সংখ্যালঘুরা আরও একটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া দাবি করেছে। সোমবার (১৫ জানুয়ারি’) রয়টার্সের খবরে বলা হয়েছে,

স্মার্টফোন ছাড়া থাকতে পারলেই ১১ লাখ টাকা

ঠিকানা টিভি ডট প্রেস: ডিজিটাল এই যুগে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম হল স্মার্টফোন। স্মার্টফোনের স্ক্রিনে ব্যয় হচ্ছে জীবনের লম্বা একটা সময়; জীবন থেকে হারিয়ে

টাঙ্গাইলে কোটি টাকা প্রতারণার অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বেসরকারী সংস্থা সেনিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে অস্ট্রলিয়া পাঠানোর নামে করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৬

শাহজাদপুরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৮

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ২ গ্রুপের সংঘর্ষের সময় টেটা বিদ্ধ হয়ে মোঃ ছানোয়ার ফকির (৪০) নামের ১ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটছে। এই ঘটনায় ৮ জন