মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তসংলগ্ন হরিরামপুর বিলে বিজিবির ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বাবু শেখ ওরফে মিঠু (৪০)। তিনি মেহেরপুর শহরের পুরোনো পোস্ট অফিসপাড়ার বাসিন্দা এবং শুকুর আলীর ছেলে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয়দের সহায়তায় বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ভারতের সীমান্ত অভিমুখে চার যুবক যাওয়ার চেষ্টা করলে ঝাঝা বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চারজনই হরিরামপুর বিলে ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে উঠতে পারলেও বাবু শেখ নিখোঁজ হন।
পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে হরিরামপুরে যান। এ সময় বিলের পাহারাদাররা পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবার জানায়, বাবু শেখ একজন মাদকসেবী ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি মাদক সংগ্রহের উদ্দেশে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “ঘটনাটি সীমান্ত এলাকায় ঘটায় আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।”
ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। সীমান্ত এলাকায় মাদক কারবার ও বিজিবির ধাওয়া-পালানোর ঘটনায় এমন মৃত্যু আগেও ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের কাছ থেকে বিজিবির ধাওয়ার বিষয়টি জানা গেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং গোয়েন্দা সংস্থাও বিষয়টি খতিয়ে দেখছে।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.