নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) শূন্যরেখায় উভয় দেশের নাগরিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
সীমান্তে বিএসএফ-বিজিবি তুমুল উত্তেজনা, ককটেল বিস্ফোরণ
স্থানীয়দের মতে, শনিবার সকালে ভারতের কয়েকজন নাগরিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অংশে ঢুকে আমগাছের ডাল কাটতে শুরু করে। এ সময় বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছে অবস্থান নেয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভারতীয় নাগরিকদের ছোড়া পাথরের আঘাতে কয়েকজন বাংলাদেশি আহত হন।'