নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে রাজু নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।'
বৃহস্পতিবার (৪ জুলাই') দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাগরভিট সীমান্ত এলাকায় বিওপি আওতাধীন মেইন পিলার ৩৭৬/৫এস হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে তিনগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত রাজু উপজেলার দরিয়াল গ্রামের মো. হবির ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতীয় গরু আনতে অবৈধ অনুপ্রবেশের কারণে তাকে গুলি করে বিএসএফ। তবে এ ব্যাপারে কোন কথা বলেনি বিজিবি।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.