সিরাজগঞ্জ প্রতিনিধি: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন প্রার্থী যে দলেরই হোক না কেন ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভোটকেন্দ্র এবং ভোটকেন্দ্রের বাইরে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন বোদ্ধপরিকর। দেশের সব ধরনের নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ করতে কমিশন কাজ করে যাচ্ছে। তিনি আগামী উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের সকলকে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানান। একই সাথে ভোটের পরিবেশ এবং ভোটারদের ভোটকেন্দ্রে আনতে আগ্রহ সৃষ্টির জন্য প্রার্থীদের অনুরোধ জানান।
গত বুধবার সন্ধ্যায় বেলকুচি থানার ভিতরে যে হামলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থতি অবনিতি ঘটে। সেখানে সিসিটিভি ক্যামেরা চেক করলেই তো সব কিছু জানা যাবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কমিশনার রাশেদা সুলতানা বলেন, অনেক সময় অনেক প্রতিষ্ঠানে সিসি টিভি ক্যামেরা লাগানো থাকে অনেক সময় সেটা দিয়ে কাজ হয় না। অনেক সময় ফুটেজের ওই মূল্যেমান অংশ জায়গায় সিসিটিভি ঠিকমত কাজ করে না। এ বিষয়ে আরো কিছু প্রশ্ন করা হলে তিনি বলেন, শোনেন সাংবাদিক সাহেব একটু ভদ্রভাবে কথা বলেন, আপনি আমাকে ত্র্যাটাক করবেন না। এ কথা বলে তিনি সকল প্রশ্নে এড়িয়ে যান।'
শুক্রবার (৩ মে) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি এ সময় বিভিন্ন প্রার্থীর অভিযোগ ও শোনেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের উপ মহাপরিদর্শক রাজশাহী রেঞ্জ আনিসুর রহমান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোঃ মাহবুবুর রহমান পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.