
নিজস্ব প্রতিবেদক: সিলেটের সীমান্তে গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে তাদের মৃত্যু হয়েছে। বিজিবি জানিয়েছে, ভারতীয় সীমান্তে তাদের মরদেহ পড়ে আছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন, কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তাকে আর পাওয়া যায়নি।
রবিবার বিকেলে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ পিলারের ওপারে ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কালাইরাগ করবলাটুক গ্রামের আলী হোসেন ও কাউছার আহমদ। আহত ব্যক্তি নবী হোসেন, তিনিও ওই গ্রামের বাসিন্দা।’
সূত্র জানায়, রোববার আলী হোসেন, কাউছার আহমদ এবং নবী হোসেন সীমান্তের ওপার থেকে মালামাল আনতে ভারতে প্রবেশ করেন। বিকেলে ভারতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিয়াদের গুলিতে আলী হোসেন ও কাউছার আহমদ নিহত হন।
কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়জুর রহমান জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে ওই দুই জন নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তাদের পরিবারের সাথে কথা বলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে দুই জনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে কর্মকর্তারা সেখানে যান। মরদেহ শনাক্ত করতে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে কাজ চলছে, তবে এখনও কেউ পুলিশ বা বিজিবির কাছে অভিযোগ করেনি। মরদেহ এখনো ভারতীয় সীমান্তে পড়ে আছে।’