অনলাইন ডেস্ক: সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে রুশ প্রতিনিধি জানিয়েছেন, সোমবার বৈঠকটি হওয়ার কথা রয়েছে। খবর বিবিসির।
জাতিসংঘে রাশিয়ার প্রথম ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন যে তিনি আশা করছেন বৈঠকটি সোমবার অনুষ্ঠিত হতে পারে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে সেদিন বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিমিত্রি পলিয়ানস্কি আরও বলেন, রাশিয়া ও বাকি মধ্যপ্রাচ্যের জন্য সিরিয়ায় বাশার আল–আসাদ সরকারের পতনের ‘গভীরতা ও ফলাফল’ কী হতে পারে, সেটা এখনো স্পষ্ট নয়।
দিমিত্রি পলিয়ানস্কি বিশেষভাবে উল্লেখ করেন, গোলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাময়িক দখল করে নেওয়া এলাকার চারপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা প্রয়োজন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.