সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জনমতের প্রতিফলন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০০৮ সালের সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের ফলে বিলুপ্ত হয় সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) আসন। এর ফলে চৌহালী উপজেলা এবং শাহজাদপুর উপজেলার চারটি চরাঞ্চলীয় ইউনিয়ন দীর্ঘ ১৭ বছর ধরে উন্নয়নের মূল ধারার বাইরে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই পরিবর্তনের ফলে শুধু প্রশাসনিক সীমানাই পরিবর্তিত হয়নি, বরং জনগণের মৌলিক অধিকারও সংকুচিত হয়েছে। উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা এসেছে, জনগণ কার্যকর রাজনৈতিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়েছে, আর অবহেলার শিকার হয়ে ধীরে ধীরে পিছিয়ে পড়েছে এই জনপদ। চৌহালী একসময় নিজস্ব সংসদীয় আসনভুক্ত থাকায় সরাসরি সরকারি বাজেট বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের সুবিধা পেত। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের সংসদ সদস্য মেজর (অব.) মনজুর কাদের এই অঞ্চলের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেন, যা স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নত করতে ভূমিকা রাখে। তবে ২০০৮ সালে নতুন সীমানা নির্ধারণের ফলে চৌহালীকে বেলকুচি আসনের সঙ্গে যুক্ত করা হয়। এতে দেখা যায়, বেলকুচি উপজেলায় তুলনামূলকভাবে উন্নয়নের ধারা বজায় থাকলেও চৌহালী উপজেলায় সেভাবে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্থানীয়রা অভিযোগ করেন, গত ১৭ বছরে তিনজন সংসদ সদস্য চারবার নির্বাচিত হলেও চৌহালীতে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়নি। বরং এই সময়ে যমুনার অব্যাহত ভাঙনে চৌহালীর বিস্তীর্ণ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অপরিকল্পিত নদীশাসন, দুর্বল অবকাঠামো এবং প্রশাসনিক অবহেলার ফলে এই এলাকার জনগণ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। এমতাবস্থায়, সিরাজগঞ্জ-৬ (চৌহালী শাহজাদপুর একাংশ) আসন পুনর্বহালের দাবি দিন দিন জোরালো হয়ে উঠছে। সম্প্রতি চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন নির্বাচন কমিশন বরাবর আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন, যাতে সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন-একটি প্রশাসনিক সীমানা বিলুপ্ত হওয়া মানে শুধু একটি এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাওয়া নয়, বরং এর জনগণও উন্নয়নের দিক থেকে বঞ্চিত হয়। চৌহালী একসময় স্বতন্ত্র আসন হিসেবে সরাসরি সরকারি বরাদ্দ পেত, কিন্তু গত ১৭ বছরে আমরা উন্নয়নের ন্যূনতম সুবিধা পাইনি। নদীভাঙনের ফলে অর্ধেকের বেশি এলাকা যমুনার গর্ভে হারিয়ে গেছে, অথচ কোনো দীর্ঘমেয়াদী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে আমরা যে পিছিয়ে পড়েছি, তার মূল কারণই হলো রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব। তাই উন্নয়নের স্বার্থে, জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে এবং অঞ্চলটির ভবিষ্যৎ রক্ষার স্বার্থে আমরা আবারও সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের দাবি জানাচ্ছি।” বর্তমানে এই দাবিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং ভুক্তভোগী জনগণ একত্রিত হয়ে সরকার ও নির্বাচন কমিশনের কাছে সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ), আসন পুনর্বহালের আবেদন জানাচ্ছেন। তাদের মতে, এই আসন পুনর্বহাল করা হলে চৌহালী ও চরাঞ্চলীয় এলাকার জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং উন্নয়নের পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সিরাজগঞ্জ-৬ আসন পুনর্বহালের বিষয়টি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়; এটি একটি জনপদের ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্ন। দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সরকার এবং নীতি-নির্ধারকদের কার্যকর উদ্যোগ নেওয়া উচিত-এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে রমজান মাসজুড়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি

নজরুল ইসলাম: আমিষেই শক্তি আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে ধারন করে রমজান মাস উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে সুলভ মূল্যে

রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ ছিল: ভারতীয় সেনাপ্রধান

ঠিকানা টিভি ডট প্রেস: গত জুলাই-আগস্টে বাংলাদেশে যখন রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল তখনও দেশটির সেনাপ্রধানের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

সিরাজগঞ্জে জুয়ারু ভাইয়ের আঘাতে বোন হাসপাতালে

নজরুল ইসলাম সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের পৌর এলাকায় ভাইয়ের আঘাতে বোন আনোয়ারা খাতুন ওরফে শিল্পী (৩৮) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগীর মা হাজেরা বেগম

রিজার্ভে হাত না দিয়েই দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ

ডেস্ক রিপোর্ট: রিজার্ভ থেকে কোনো অর্থ খরচ না করেই, দুই মাসে দেড় বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে, অনিশ্চয়তা কাটতে শুরু করেছে তেল,

যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে রাজশাহীতে: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ১০ ফেব্রুয়ারি ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে, আইনশৃঙ্খলা

চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন