সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২-এর অভিযানে ৭৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবা রাত দেড়টার দিকে হাটিকুমরুল এলাকায় বগুড়া-ঢাকাগামী মহাসড়কের পাশে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আকালুর ভিটার মো. জুলহাস মিয়া (৪৮) এবং মালভাঙ্গা গ্রামের মো. আলতাব হোসেন (৪৮)। তাদের কাছ থেকে ৭৮ বোতল ফেনসিডিল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করছিলেন। তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.