এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন কৃষকদলের গঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আশরাফ আলীকে সভাপতি,সাইফুল ইসলাম সওদাগরকে সাধারণ সম্পাদক ও মনিরুজ্জামান মনিরকে সাংগঠনিক সম্পাদক করে গঠিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আজ (৬ ফেব্রুয়ারী)অনুমোদন পুর্বক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন সদর উপজেলা কৃষকদলের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ। এসময় সদর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ ও বিএনপি নেতা রুসুম নেওয়াজ তুহিন উপস্থিত ছিলেন। এদিকে অনুমোদিত কৃষকদলের নবগঠিত কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ও তাদের নেতৃত্বের সফলতা ও সমৃদ্ধি কামনা করেছেন কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।