সিরাজগঞ্জ শাহজাদপুরে সড়ক নির্মাণে রডের বদলে বাঁশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এ প্রকল্পে গাইডওয়াল নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার, নিম্নমানের নির্মাণসামগ্রী ও কাজের দীর্ঘসূত্রিতাসহ একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরমোনহারপুর বাজার থেকে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭৫০ মিটার সড়ক নির্মাণ প্রকল্পে ২০২২-২৩ অর্থবছরে ১ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় নূর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের কার্যাদেশ অনুযায়ী ২০২৪ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। দীর্ঘসূত্রিতার কারণে গত বছরের আগস্টে প্রথম ঠিকাদার কার্যক্রম থেকে সরে দাঁড়ালে পরবর্তীতে রেজাউল করিম লিটন নামের আরেক ঠিকাদার প্রকল্পের দায়িত্ব গ্রহণ করেন। সময়সীমা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলেও তাও শেষ হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, রড, ইট ও সিমেন্টের মান নিয়ন্ত্রণ না করেই কাজ চলছে। গাইডওয়ালে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার, মেকাডাম ও সাব-বেজে নিম্নমানের খোয়া ও পোড়া মাটি ব্যবহারের বিষয়টি উদ্বেগ তৈরি করেছে। প্রাইম কোডে ব্যবহৃত তরল উপকরণ বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় রাস্তার স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা আবদুল গফুর বলেন, “রাস্তাটি মজবুত করার কথা থাকলেও ঠিকাদার নিম্নমানের খোয়া ও ইট দিয়ে দায়সারা কাজ করছেন। ইতোমধ্যে অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে।”

স্থানীয় আরেকজন বাসিন্দা রাশিদুল ইসলাম বলেন, “খোয়ার মান এতটাই খারাপ যে, হাতে চেপেই ভেঙে যাচ্ছে। প্রাইম কোডের তেল বৃষ্টিতে ধুয়ে গেছে।”

চরমোনহারপুর গ্রামের আতাউর রহমান বলেন, “গাইডওয়ালে রড না দিয়ে বাঁশ ব্যবহৃত হচ্ছে। কয়েক দিনের মধ্যে এটি ভেঙে পড়বে বলে আশঙ্কা।”

এ বিষয়ে শাহজাদপুরের বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ বলেন, “এলজিইডির কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে আঁতাত করে ঠিকাদার নিম্নমানের কাজ করে চলেছেন। বিষয়টি দ্রুত তদন্ত হওয়া দরকার।”

অভিযোগ অস্বীকার করে বর্তমান ঠিকাদার রেজাউল করিম লিটন বলেন, “কাজ এখনো চলমান। রাস্তার কাজ শতভাগ নিখুঁত হওয়া কঠিন হলেও মান বজায় রেখে কাজ করছি।”

এলজিইডির শাহজাদপুর উপজেলা সার্ভেয়ার লতিফুর রহমান বলেন, “কার্যাদেশ অনুযায়ী কাজের মানের ভিত্তিতে বিল পরিশোধ করা হবে। আমি নিজেই কাজ তদারকি করছি।”

শাহজাদপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী এ এইচ এম কামরুল হাসান রনি বলেন, “বিষয়টি আমি আগে জানতাম না। এখন সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বয়ং রাসূল সাল্লাহু সাল্লাম এর কাছে জেনা করার অনুমতি চাওয়া সেই কাহিনী।

আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। এটা শুনে চতুর্দিক

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে তিন কোটি টাকা টোল আদায় 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এতে যমুনা সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। একই সঙ্গে

র-এর পরিকল্পনায় কাশ্মীরে হামলা: ফাঁস হওয়া নথি ঘিরে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গোপন নথি ফাঁস হওয়ার পর ভারতের গোয়েন্দা সংস্থা র-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া

নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে ‘দেশের রাজনীতির জন্য অশনি সংকেত’বলে অভিহিত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের

যুক্তরাষ্ট্রে বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। মূলত প্রবল বর্ষণে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা

টাঙ্গাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাবলা ইউনয়নের সোনালিয়া পূর্ব পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।