সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী বাস হতে ২৯০০পিস ইয়াবা ট্র্যাবলেট সহ স্বামী স্ত্রী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শাহজাদপুর থানাধীন দিলরুবা বাসষ্ট্যান্ড নামক স্থানে হাটিকুমরুল হতে নগরবাড়ী গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে বিজয় ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কসপ দোকানের সামনে, ঢাকা হতে পাবনা গামী সি লাইন পরিবহন যাত্রীবাহী বাস যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ব-১৫-২৫৫৯ তল্লাশী করে গাড়ীর ভিতরে মাঝ খানে ডান পার্শ্বে টিকিট বিহীন যাত্রী পাশাপাশি সিটে বসা অবস্থায় আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য মিখাইল এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করেছেন রাজশাহী বিভাগীয় গোয়েন্দার উপপরিদর্শক উপ পরিদর্শক জনাব মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টিম।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ শামীম (৩৮) পিতা মৃত সাহেব আলী, মাতা মৃত জাহানার বেগম, বর্তমান সাং-কেরানীগঞ্জ। মুসলিম বাগ (হালিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-কেরানীগঞ্জ মডেল থানা, জেলা-ঢাকা। স্থায়ী ঠিকানা-সুলতানগঞ্জ সাইনবোর্ড, খানা কামরাঙ্গীর চর, জেলা-ঢাকা।মোছাঃ সুলতানা বেগম (৪০), পিতা মৃত ফয়েজ উদ্দিন ব্যাপারী, মাতা মৃত হামিদা বেগম, স্বামী-মোঃ শামীম, বর্তমান সাং- কেরানীগঞ্জ মুসলিম বাগ (হালিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), খানা- কেরানীগঞ্জ মডেল থানা, জেলা-ঢাকা। স্থায়ী ঠিকানা-সিলিমপুর হিংগা নগর, খানা-দেলদুয়ার, জেলা-টাঙ্গাইল।
আসামীদের দেহ তল্লাশি করে পলিথিন প্যাকেটে স্কচটেপ দ্বারা মোড়ানো মিথাইল এ্যামফিটামিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস, যার ওজন ১৫০(একশত পঞ্চাশ) গ্রাম,ওপর একজনে কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ১৪০০ (এক হাজার চারশত’) পিস, যার ওজন ১৪০ (একশত চল্লিশ) গ্রাম। দুইটি প্যাকেটে মিখাইল এ্যামফিটামিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সর্বমোট ১৫০০+১৪০০=২৯০০ (দুই হাজার নয়শত) পিস, যার মোট ওজন ২৯০ (দুইশত নব্বই) গ্রাম। এ সময় আসামীদের কাছ থেকে মোবাইল ফোন দুইটি ও সিম দুইটি (ক) স্মার্ট ফোন oppo A12, একটি সিম সহ। (খ) itel বাটন ফোন it2163 একটি দিম সহ জব্দ করা হয়।
এ সময় উপ পরিদর্শক জনাব মোঃ হুমায়ুন কবির জানান,গোপন সংবাদের ভিত্তিতে ১১ ই ফেব্রুয়ারী রাত্রি ৪ ঘটিকার সময়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী এর বিভাগীয় স্টাফ জনাব মোঃ হুমায়ুন কবির, উপ-পরিদর্শক, এএসআই মোহাম্মদ শহিদুল ইসলাম আকন্দ, এএসআই মোঃ বায়েজিদ হোসেন, সিপাই মোঃ গোলজার রহমান, সিপাই হাবিবা খাতুন, এবং গাড়ী চালক মোঃ মুনছুর রহমান এর সমন্বয়ে একটি বেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগীতায় সরকারি গাড়ী যোগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন দিলরুবা বাসষ্ট্যান্ড নামক স্থানে হাটিকুমরুল হতে নগরবাড়ী গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে বিজয় ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কসপ দোকানের সামনে পাকা রাস্তার উপরে ঢাকা হতে পাবনা গামী সি লাইন পরিবহন যাত্রীবাহী বাস যার রেজিঃ নং- ঢাকা মেট্রো ব-১৫-২৫৫৯ এর গতিরোধ করে সময় রাত্রী ৩.৪০ ঘটিকায় থামাই ও ঘেরাও করে তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবা ট্র্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় ১। মোঃ শামীম (৩৮) ও ২। মোছাঃ সুলতানা বেগম (৪০) উভয়ে স্বামী স্ত্রী।পরে তাদের কে শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে শাহজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইয়েমেনের বন্দরশহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১০ জন নিহত

অনলাইন ডেস্ক: লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের বন্দরশহর হোদেইদার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পরিচালিত এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। ইয়েমেনের হুথি

আমি একটা সংগঠন করতাম, যেটা বলতে এখন লজ্জা হয়: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির এবং কুলাউড়ার কৃতি সন্তান ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি একসময় অন্য একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যা বর্তমানে তিনি

আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

ঠিকানা টিভি ডট প্রেস: আরও ৩০ সাংবাদিক ও ব্যক্তির প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদফতর (পিআইডি)। রবিবার (৩ নভেম্বর) এক আদেশে এই সিদ্ধান্ত জানানো

পৃথিবী থেকে দেখা মিলবে দুটি চাঁদের

ঠিকানা টিভি ডট প্রেস: স্বল্প সময়ের জন্য পৃথিবী থেকে ২৯ সেপ্টেম্বর দেখা যাবে ২টি চাঁদ। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, মূলত মাধ্যাকর্ষণ শক্তিতে প্রভাবিত হয়ে ২ মাস চাঁদের

বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান নিউইয়র্ক টাইমসের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেনশিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করায় জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমসের সম্পাদক

আলমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা বহুলী ইউনিয়নের আলমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুর্নীতি মুক্ত করতে প্রধান শিক্ষক, সহকারি প্রধান ও সহযোগী অন্যান্য কর্মচারীদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ