সিরাজগঞ্জ শাহজাদপুরে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে অস্ত্রের মহড়া

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবে সোবহান সজলের বাড়ির সামনে দেশীয় অস্ত্র হাতে নিয়ে মহড়া দিয়ে এলাকায় আতংক সৃষ্টির অভিযোগ উঠেছে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজার এলাকার বঙ্গবন্ধু এভিনিউ সড়কের সজলের বাড়ির সামনে শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে এ মহড়া দেয়া হয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এর আগে এদিন দুপুরে এসব অস্ত্রধারীরা শাহজাদপুর শহরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করে। এ ঘটনার পর শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবে সোবহান সজলের সমর্থকরাও এলাকায় মহড়া দেয়। এ নিয়ে দৃ‘পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবে সোবহান শেখ সজল বলেন, শাহজাদপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে আমি বাসায় ফেরার কিছুক্ষণ পর বাড়ির সামনের সড়কে ব্যাপক চেচামেচি ও শোরগোল শুনতে পাই। আমি এগিয়ে গিয়ে দেখি আমার বাড়ির সামসেড়কে শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মামুন ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামের ছেলে সবুজের নেতৃত্বে একদল অস্ত্রধারী অস্ত্রের মহড়া দিয়ে আমাকে ও আমার পরিবারের লোকদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি-ধমকি দেয় দিচ্ছে। খবর পেয়ে আমার সমর্থকরা এগিয়ে এলে অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের পক্ষে নির্বাচনে কাজ করেছেন। তিনি আরও বলেন, শান্ত শাহজাদপুরকে তারা অশান্ত করার চেষ্টায় এ কাজ করছে।

এ বিষয়ে জানতে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।’

এ বিষয়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম বলেন, সেখানে মহড়া হয়নি। দু‘পক্ষই অবস্থান নিয়েছিল। আমি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে শাহজাদপুর থানা পুলিশ ও র‌্যাবকে জানিয়েছি। সন্ত্রাসীর কোনো পক্ষ-বিপক্ষ নেই। তাদের প্রতিহত করতে হবে। শাহজাদপুরের মানুষকে শান্তিপূর্ণ অবস্থানে রাখা আমার দায়িত্ব। আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত ওসি মো: আসলাম হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’

এ বিষয়ে শাহজাদপুর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, দেশীয় অস্ত্র নিয়ে যারা মহড়া দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, তৃতীয় ধাপে গত বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবে সোবাহান শেখ সজল মিন্টু (প্রতীক টিউবয়েল) ৭০০৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহজাদপুর উপজেলা সেচ্ছসেবকলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম (প্রতীক চশমা) পেয়েছেন ৫৭২৯৩ ভোট।

এ নির্বাচন সুষ্ঠ্যু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলেও এর একদিন পর নদী খননের বালু উত্তোলন নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ দিন এই দৃ‘পক্ষের মধ্যে এ অস্ত্রের মহড়া দেয়া হয় বলে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশ্ববিদ্যালয়ে যাব না, পদত্যাগও করব না’ আনোয়ার হোসেন, বেরোবি

ঠিকানা টিভি ডট প্রেস: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরীর বিরুদ্ধে ছুটি ছাড়াই বাড়িতে বসে দিন কাটানোর অভিযোগ উঠেছে। সরকার পতনের

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন -রুহুল কবির রিজভী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার রাতের নির্বাচন,

সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, ফেনী ও খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারো প্লাবিত হয়েছে সুনামগঞ্জ। সুরমাসহ সব

সরকার কোটা পুনর্বিবেচনা করতে পারে: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কোটা বাতিলের দাবিতে আন্দোলন চলছে সারাদেশে। এ বিষয়ে কথা বলছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, দেশের বৃহত্তর প্রেক্ষাপটে সরকারি

দুদক মতির হিসেবের খাতা খুলছে কাল

নিজস্ব প্রতিবেদক: এনবিআরের সদস্য এবং কাস্টমস ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. মো. মতিউর রহমানে দুর্নীতির হিসেবের খাতা কাল দুর্নীতি দমন কমিশন খুলতে পারে বলে

দুই ভুয়া চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে ২ ভুয়া চিকিৎসক‌কে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা ও চক্ষু সেবা কেন্দ্র সিলগালা