সিরাজগঞ্জ শাহজাদপুরে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে অস্ত্রের মহড়া

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবে সোবহান সজলের বাড়ির সামনে দেশীয় অস্ত্র হাতে নিয়ে মহড়া দিয়ে এলাকায় আতংক সৃষ্টির অভিযোগ উঠেছে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজার এলাকার বঙ্গবন্ধু এভিনিউ সড়কের সজলের বাড়ির সামনে শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে এ মহড়া দেয়া হয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এর আগে এদিন দুপুরে এসব অস্ত্রধারীরা শাহজাদপুর শহরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করে। এ ঘটনার পর শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবে সোবহান সজলের সমর্থকরাও এলাকায় মহড়া দেয়। এ নিয়ে দৃ‘পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবে সোবহান শেখ সজল বলেন, শাহজাদপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে আমি বাসায় ফেরার কিছুক্ষণ পর বাড়ির সামনের সড়কে ব্যাপক চেচামেচি ও শোরগোল শুনতে পাই। আমি এগিয়ে গিয়ে দেখি আমার বাড়ির সামসেড়কে শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মামুন ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলামের ছেলে সবুজের নেতৃত্বে একদল অস্ত্রধারী অস্ত্রের মহড়া দিয়ে আমাকে ও আমার পরিবারের লোকদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি-ধমকি দেয় দিচ্ছে। খবর পেয়ে আমার সমর্থকরা এগিয়ে এলে অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের পক্ষে নির্বাচনে কাজ করেছেন। তিনি আরও বলেন, শান্ত শাহজাদপুরকে তারা অশান্ত করার চেষ্টায় এ কাজ করছে।

এ বিষয়ে জানতে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন সুনামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।’

এ বিষয়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম বলেন, সেখানে মহড়া হয়নি। দু‘পক্ষই অবস্থান নিয়েছিল। আমি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে শাহজাদপুর থানা পুলিশ ও র‌্যাবকে জানিয়েছি। সন্ত্রাসীর কোনো পক্ষ-বিপক্ষ নেই। তাদের প্রতিহত করতে হবে। শাহজাদপুরের মানুষকে শান্তিপূর্ণ অবস্থানে রাখা আমার দায়িত্ব। আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত ওসি মো: আসলাম হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’

এ বিষয়ে শাহজাদপুর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, দেশীয় অস্ত্র নিয়ে যারা মহড়া দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, তৃতীয় ধাপে গত বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবে সোবাহান শেখ সজল মিন্টু (প্রতীক টিউবয়েল) ৭০০৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহজাদপুর উপজেলা সেচ্ছসেবকলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম (প্রতীক চশমা) পেয়েছেন ৫৭২৯৩ ভোট।

এ নির্বাচন সুষ্ঠ্যু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলেও এর একদিন পর নদী খননের বালু উত্তোলন নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ দিন এই দৃ‘পক্ষের মধ্যে এ অস্ত্রের মহড়া দেয়া হয় বলে জানা গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সম্মিলিত সামরিক হাসপাতালে ড. ইউনূসের অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য অস্ত্রোপচার করেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর)

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঁশখালী দক্ষিণ শাখার কর্মী সম্মেলন সম্পন্ন

ছাত্রশিবির প্রতিশোধের রাজনীতি করেনা বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দীর্ঘ একযুগেরও বেশী সময় পর চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশাল কর্মী সম্মেলন প্রেম বাজারের উত্তর পাশে মাছরাঙ্গা

গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছালো

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার খালেদা জিয়ার লন্ডনযাত্রার কথা থাকলেও তা কয়েক দিন পেছাতে পারে। যদিও এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনসহ সফরসঙ্গীরা যুক্তরাজ্যের ভিসা পেয়ে গেছেন। বিএনপির চেয়ারপারসন

এক পরিবারে একাধিক ধর্ম: ভাই মুসলিম, বাবা খ্রিস্টান, মা শিখ, বউ হিন্দু

বিনোদন ডেস্ক: দ্য সবরমতি রিপোর্ট’ ছবির প্রচারে ব্যস্ত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এই ছবির প্রচারের সময় তিনি মুসলমানদের সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন এবং তার পরিবারকে

সৌদি আরবে অপহরণকারীদের অপতৎপরতায় আতঙ্কিত প্রবাসীরা

অনলাইন ডেস্ক: সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানী রিয়াদ ও আশপাশের এলাকায় একের পর এক অপহরণ ও