স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ শহরের ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি গতরাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার আ'লীগের অগ্নিসন্ত্রাসীরা ঘটিয়েছে বলে জানিয়েছেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু হানিফ বাবু। সিরাজগঞ্জ সদর থানা পুলিশ,
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু'র নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে রানীনগর ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে স্থানীয় ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। এসময় তিনি তার বক্তব্যে আ'লীগের অগ্নিসন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।
এসময় জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিম, যুগ্নসাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম,তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদ ও সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসাইন সবুজসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।