
নজরুল ইসলাম: মানুষের মন সবসময় নতুন কিছু দেখতে, জানতে ও উপভোগ করতে চায়। ভ্রমণ সেই আকাঙ্ক্ষাকে পূর্ণ করে। নদীমাতৃক বাংলাদেশের মানুষ নৌভ্রমণের স্বাদ নিতে সবচেয়ে বেশি সুযোগ পায়। শান্ত নদীর বুকে ভেসে চলা নৌকার স্নিগ্ধ যাত্রা মনকে প্রশান্ত করে তোলে।
এই উপলব্ধি থেকেই সিরাজগঞ্জ ল’ কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের শেষ পর্বের শিক্ষার্থীরা আয়োজন করে যমুনা নদীতে নৌভ্রমণের। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার পুরাতন জেলখানা ঘাট থেকে টাঙ্গাইলের উদ্দেশে নৌযাত্রা শুরু হয়। ভ্রমণ অনুষ্ঠানটি পরিচালনা করেন শেষ বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা।
আয়োজক শিক্ষার্থীরা জানান, নৌভ্রমণ আমাদের শিক্ষা দেয় ধৈর্য, সাহস এবং প্রাকৃতিক সম্পদের প্রতি ভালোবাসা। একই সঙ্গে এটি আমাদের ঐতিহ্যের অংশ। বাংলাদেশে বহু শহর ও গ্রামীণ জনপদ নৌপথে সংযুক্ত। তাই নৌভ্রমণ কেবল আনন্দই নয়, বরং প্রয়োজনীয়ও বটে। এটি মনকে সতেজ করে, জ্ঞান বাড়ায় এবং জীবনের একঘেয়েমি দূর করে।
নৌভ্রমণে ল’ কলেজের শেষ বর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন।











