নজরুল ইসলাম: সিরাজগঞ্জে ৪০০ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান।
এ সময় উপস্থিত ছিলেন - রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মো. রবিউল আলম, সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল জোয়ারদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা তাজুল ইসলাম তাজ প্রমুখ। কম্বল বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন সিরাজগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান শাপলা খাতুনসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।