সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মান্না সিকদারের বিরুদ্ধে যমুনা নদীর বাল্কহেডে হামলা চালিয়ে ভাঙচুর ও দুই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা কোথাও অভিযোগ দিলে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার রাত ২টার দিকে চৌহালী উপজেলার পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের যমুনা নদীর বালুবাহী একটি বাল্কহেডে এই হামলা ও লুটের ঘটনা ঘটে।'
বুধবার (৫ মার্চ) সকালে ক্ষতিগ্রস্ত বাল্কহেডের মালিক সিরাজ সরকার এমন অভিযোগ তুলে বলেন, ওই রাতে চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মান্না সিকদারের নেতৃত্বে ১৫-১৬ জন আমার বাল্কহেডে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ৩-৪ টা মেশিন ভাঙচুর করে নগদ দুই লাখ নগদ টাকা ও শ্রমিকদের কাছে থাকা তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেয়। শুধু তাই না, বাল্কহেডের মেশিনে থাকা প্রায় ৯০ লিটার তেল নদীতে ফেলে ও প্রাণনাশের হুমকি দিয়ে দলবল নিয়ে চলে যায়।
বাল্কহেডের শ্রমিক রিপন সেখ বলেন, ওই রাতে মান্না সিকদার দলবল নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। বাল্কহেডের মেশিন ভাঙচুর ও দুই লাখ টাকা লুট করে নেয় তারা। পরে বাল্কহেডে থাকা হিসাবের খাতা ছিঁড়ে হুমকি দিয়ে চলে গেছে তারা।
এদিকে হামলা ও লুটের কথা অস্বীকার করে চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মান্না সিকদার বলেন, আমার বিরুদ্ধে তারা এটা মিথ্যা অভিযোগ। আমি যে এটা করেছি, তার কোন প্রমাণ নেই।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গাজী মিজানুর রহমান বলেন, যমুনা নদীর নাগরপুরের বাল্কহেডে এমন ঘটনা ঘটেছিল। বিষয়টি হামলা ও লুট সংক্রান্ত হওয়ায় সংশ্লিষ্ট থানায় খোঁজ নিতে হবে।
টাঙ্গাইল নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)' রফিকুল ইসলাম বলেন, গভীর রাতে বাল্কহেডে হামলার ঘটনা শুনেছিলাম। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই সেটার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।