সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালকের বিরুদ্ধে কোয়ার্টার বরাদ্দে নানা অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেনের বিরুদ্ধে কোয়ার্টার বরাদ্দ ও ভাড়া ব্যবস্থাপনায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অমান্য করে একাধিক কর্মকর্তা-কর্মচারী বদলির পরও হাসপাতালের কোয়ার্টারে থেকে যাচ্ছেন। অনেকে আবার অন্যের নামে বরাদ্দ পাওয়া বাসায় বসবাস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে কোয়ার্টার বরাদ্দ ও ভাড়ায় অনিয়মের বিষয়টি দীর্ঘদিনের। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং প্রকৃত কর্মকর্তারা বাসা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়রা দ্রুত স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জানা যায়, হাসপাতালের বাসাগুলো তিন শ্রেণিতে ভাগ করা রয়েছে। ১ম শ্রেণির ডাক্তারদের জন্য ১২০০ স্কয়ারফিট, ২য় শ্রেণির নার্সদের জন্য ১০০০ স্কয়ারফিট

এবং ৩য় শ্রেণির কর্মচারীদের জন্য ৮০০ স্কয়ারফিটের কোয়ার্টার বরাদ্দ রয়েছে। যা শ্রেনি ভিত্তিক সরকারি নিয়ম অনুযায়ী বাসা বরাদ্দের অর্থ প্রদান করা হয়ে থাকে।

অন্যদিকে মেডিকেল কলেজ অংশে রয়েছে দুটি ক্যাটাগরির ভবন— একটি ৮০০ স্কয়ারফিটের ছয়তলা ভবন এবং অপরটি ৬০০ স্কয়ারফিটের ভবন।

বদলি হওয়া কর্মকর্তারাদের বিষয়ে একাধিকসূত্র থেকে জানা যায়, ইউনানী মেডিকেল ডাক্তার আব্দুর রহিম গত বছরের ডিসেম্বর মাসে সদর হাসপাতালে বদলি হলেও এখনো হাসপাতালের কোয়ার্টারে বসবাস করছেন। এ বিষয়ে তিনি জানান, সন্তানের লেখাপড়ার সুবিধার্থে পরিচালকের অনুমতি নিয়ে নিয়মিত ভাড়া পরিশোধ করছি।

ফার্মাসিস্ট কামরুল হাসান তারেকও বদলি হয়েছেন গত ১৮ জুন ২০২৫ তারিখে, তবুও তিনি হাসপাতালের কোয়ার্টারে রয়েছেন। সাংবাদিক পরিচয় জানার পর তিনি আর কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এছাড়া মেডিকেল টেকনোলজিস্ট কুদ্দুসও দীর্ঘদিন বকুল কোয়ার্টারে বসবাসের পর সম্প্রতি রুম ছেড়ে দিয়েছেন বলে দাবি করেছেন। তবে বরাদ্দ সংক্রান্ত নথি সম্পর্কে তিনি কিছু জানেন না।

সিনিয়র নার্সদের কোয়ার্টার দখলের অভিযোগে হাসপাতালের নার্সিং সুপারভাইজার সেলিনা খাতুন ১০৫০ স্কয়ারফিটের একটি কোয়ার্টারে থাকছেন, যদিও তার নামে কোনো সরকারি বরাদ্দপত্র নেই বলে জানা গেছে। তিনি বলেন, একই পদে থাকা হোসাইন নামের একজনের নামে বরাদ্দ আছে। তবে আমি নিয়মিত ভাড়া পরিশোধ করে থাকি। তবে অভিযোগ রয়েছে, নিম্নগ্রেডের কর্মচারীর নামে বরাদ্দকৃত বাসায় সিনিয়র কর্মচারী থাকায় সরকার নির্ধারিত ভাড়ার তুলনায় কম পরিমাণ অর্থ কোষাগারে জমা পড়ছে। এতে সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অভিযোগ বিষয়ে সহকারী পরিচালক ডাঃ আনোয়ার হোসেন বলেন, বাসা বরাদ্দের বিষয়ে আমি কিছুই জানি না। সব অনুমতি দেন পরিচালক স্যার। আমি এ সংক্রান্ত কোনো কমিটিতেও নেই।

অন্যদিকে হাসপাতালের পরিচালক ডাঃ এ.টি.এম. নুরুজ্জামান বলেন, বরাদ্দকৃত বাসা হেরফের করার সুযোগ নেই। বিষয়টি দেখভালের জন্য একটি কমিটি রয়েছে, যার প্রধান সহকারী পরিচালক। অভিযোগগুলো তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৩৮ লাখ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে: পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা থেকে ঘরে ফিরছে উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ। ঈদযাত্রায় মানুষের ঢল নেমেছে মহাসড়কে। যমুনা সেতুতে স্বাভাবিকের তুলনায় চারগুণ বেশি

আ.লীগের সহ-সভাপতিকে নিয়ে সমাবেশ করলেন জামায়াতের এমপি প্রার্থী

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডলে জামায়াতে ইসলামীর সম্মেলনে এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদের পাশে আওয়ামী লীগের সহ-সভাপতির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার

সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা সমাপনী অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

টাঙ্গাইলে স্কাউটস দিবস উদযাপিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে স্কাউট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি

ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইউরোপ জুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ ইসরায়েল আটকে দেওয়ার খবর প্রকাশের রাতেই ইতালির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে