সিরাজগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি উদ্যোগে এতিমখানার শিশুদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা থাকার কথা থাকলেও সিরাজগঞ্জের একটি এতিমখানায় সে ধরনের কোনো আয়োজন দেখা যায়নি—এমন অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরইতলী এলাকার মোহাম্মদ আলী এতিমখানায় গিয়ে দেখা যায়, বিজয় দিবস উপলক্ষে শিশুদের খাবার তালিকায় কোনো বিশেষ বা উন্নত খাবারের ব্যবস্থা নেই। প্রতিদিন যেভাবে খাবার দেওয়া হয়, সেদিনও একই ধরনের খাবার পরিবেশন করা হয়েছে।
এতিমখানার একাধিক শিক্ষার্থী জানায়, বিজয় দিবস হলেও তাদের জন্য আলাদা কোনো খাবারের আয়োজন করা হয়নি। অন্যান্য দিনের মতোই নিয়মিত খাবারই তারা গ্রহণ করেছে।
এ বিষয়ে মোহাম্মদ আলী এতিমখানার সভাপতি আবু বক্কার বলেন, উপজেলা সমাজসেবা কার্যালয় বা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে তাদের এতিমখানায় উন্নত খাবারের কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে প্রতিদিনের নির্ধারিত খাবারই পরিবেশন করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের আওতাভুক্ত। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাই মন্তব্য করবেন বলে তিনি উল্লেখ করেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.