
সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন জেলায় কর্মরত ২৫ জন গণমাধ্যম কর্মী। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে সদস্যপত্র প্রদান করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, দৈনিক দিনকাল ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ খান হাসান।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক শরীফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে এ সময় আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ সায়েম, মো: রহমত আলী, সিনিয়র সদস্য খ.ম একরামুল হক, এটিএন বাংলা, এটিএন নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি হীরক গুণ, সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌড়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিংকু কুন্ডু, দৈনিক যুগান্তরের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো: জেহাদুল ইসলাম, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এখন টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান, আরটিভি’র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক কলম সৈনিকের নির্বাহী সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, বৈশাখী টেলিভিশনের সুজিত সরকার, ডিবিসির সিরাজগঞ্জ প্রতিনিধি খালিদ হ্রদয়, দৈনিক মানবকণ্ঠ ও জাগোনিউজের আব্দুল মালেক, দীপ্ত টিভির সিরাজুল ইসলাম শিশির, আনন্দ টেলিভিশনের সাধন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্যরা হলেন-
ফেরদৌস হাসান(এটিএন বাংলা, এটিএন নিউজ),শেখ মোঃ এনামুল হক (দৈনিক আমাদের বাংলা), এইচ এম মোকাদ্দেস
(দৈনিক যায়যায়দিন), মো: সাইফুল ইসলাম (ডেইলী সান) , মো: মুমীদুজ্জামান জাহান (দৈনিক দেশ রূপান্তর),মো: আশরাফুল ইসলাম (গ্লোবাল টেলিভিশন),মো: অদিত্য রাসেল (রাইজিং বিডি, শেয়ারবিজ), মো: আজিজুর রহমান মুন্না
(দৈনিক সকালের সময়), মো: রফিউল আলম বাবুল তালুকদার (দৈনিক সোনালী বার্তা), রানা আহমেদ (সারাবাংলা ডটনেট ও বাংলা ট্রিবিউন),শুভ কুমার ঘোষ(দৈনিক গণমুক্তি, ঢাকা পোস্ট ডট. কম), মো: মিলন সেখ (দৈনিক আমার সংবাদ),মো: ইউসুফ-উ-জ্জামান ইমরান (দৈনিক চাঁদতারা),মো: ছাম্মি আহমেদ আজমীর ( দৈনিক আজকের দর্পন, গ্রীন টেলিভিশন), মো: রাকিবুল ইসলাম (দৈনিক আজকের বসুন্ধরা), মো: রেজাউল করিম খান (দৈনিক প্রতিদিনের কাগজ), মো: হোসেন আলী ছোট্ট ( দৈনিক চিত্র), মো: আশরাফুল ইসলাম জয় (দৈনিক অগ্রসর), মো: আব্দুর রাজ্জাক রাজ ( দৈনিক মুক্ত খবর),মোছা: শাহীদা পারভীন (দৈনিক আমার বার্তা),মাকসুদা খাতুন (দৈনিক বাংলাদেশের আলো), মো: হুমায়ন কবির সোহেল (দ্য পিপলস্ নিউজ ২৪ ডটকম) মো: মাসুদ রানা (দৈনিক ভোরের আকাশ), মো: ইসমাইল হোসেন দূরন্ত (দৈনিক জনবাণী), মো: শাকিল আহমেদ ( ডেইলী স্টেট ও নয়া আলো পোর্টাল)
নবনিযুক্ত সকল সদস্যকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।