সিরাজগঞ্জ প্রাণিসম্পদের এ.আই পদে ১৪ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার বাণিজ্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পাঁচটি উপজেলায় ইউনিয়ন কৃত্রিম প্রজনন (এআই) টেকনিশিয়ান পদে বৃহৎ অনিয়ম ও অবৈধ নিয়োগের অভিযোগ উঠেছে। সরকারি সার্কুলার উপেক্ষা করে তেরো ইউনিয়নে ১৪ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রতিটি নিয়োগে ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তাছাড়া নিয়োগপ্রাপ্তদের কাছে পরবর্তীতে “ক্যান ও গান” সরঞ্জাম দেওয়ার কথা বলে অতিরিক্ত ৩০ হাজার টাকা করে আদায় করা হয়েছে। পুরো প্রক্রিয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ মোঃ তোফাজ্জল হোসেনের প্রভাব ও যোগসাজশে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অবৈধ নিয়োগ বাতিলে বৈধ ব্যক্তিরা আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত ২০১৬ ও ২০২৩ সালে দুই দফায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক দপ্তারাদেশে উল্লেখ করেন, এ. আই টেকনিশিয়ান (স্বেচ্ছাসেবী) কর্মরত থাকাবস্থায় ইউনিয়নের একাধিক এআই পয়েন্ট স্থাপনের জন্য স্থানীয় ইউপি, চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও বিভাগীয় কর্মকর্তাগণ সুপারিশ করে আসছেন। যা ২০১৫ সালের সেপ্টেম্বরের ১৬ তারিখের ১৯৫৫(৩৩) স্মারকে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় একই ইউনিয়নে একাধিক কৃত্রিম প্রজনন পয়েন্ট স্থাপন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

অবৈধ প্রক্রিয়ায় স্থাপনকৃত পয়েন্টগুলো হলো-

কামারখন্দ উপজেলা ৩ ইউনিয়নের মধ্যে ঝাঐলে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত ফিরোজ মল্লিকের স্থলে অবৈধভাবে কাজ করছেন আলমগীর। “ক্যান গান” ও সরঞ্জাম সুবিধা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ফিরোজ মল্লিক বাদী হয়ে কামারখন্দ আদালতে মামলা (নং: ৩৫/২০২৫) দায়ের করেছেন।

রায়দৌলতপুর ইউনিয়নে বৈধ এআই শফিকুল ইসলামের পাশাপাশি অবৈধভাবে দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর, যিনি অনুমোদনবিহীনভাবে সরঞ্জাম ব্যবহার করছেন।

ভদ্রঘাট ইউনিয়নে বৈধ এআই আব্দুল মমিনের স্থলে অবৈধভাবে দায়িত্ব পালন করছেন আব্দুর রহিম। অভিযোগ রয়েছে, সরকারি উপকরণ ক্যান ও গান অবৈধভাবে সংগ্রহ করেছেন।

সদর উপজেলার মধ্যে ৩ ইউনিয়ন শিয়ালকোলে বৈধ এআই আতিকুর রহমানের স্থলে জামুয়া গ্রামের নুরুল ইসলাম অবৈধভাবে কাজ করছেন।

বহুলী ইউনিয়নে বৈধ এআই আব্দুল হাইয়ের পদে কাজ করছেন মাছুয়াকান্দি গ্রামের মুঞ্জুর আলম। অভিযোগ রয়েছে তিনি প্রভাব খাটিয়ে সব সরঞ্জাম পেয়েছেন।

কালিয়াহরিপুর ইউনিয়নে বৈধ এআই শহিদুল ইসলামের জায়গায় এজাব এলায়েন্সের কর্মচারী কান্দাপাড়া গ্রামের রাকিব হোসেন কাজ করছেন। তাকেও অবৈধভাবে সরকারি সরঞ্জাম দেওয়া হয়েছে।

রায়গঞ্জ উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে ধুবিলে বৈধ এআই আনিছুর রহমানের স্থলে রিজার্ভ কোম্পানির চাকুরিজীবী আলাউদ্দিন অবৈধভাবে দায়িত্ব পালন করছেন।

ব্রক্ষ্মগাছা ইউনিয়নে বৈধ এআই মনিরুল ইসলামের স্থলে গ্লোব কোম্পানির চাকুরিজীবী শফিকুল ইসলাম কাজ করছেন। তিনি সরকারি দায়িত্বে নিয়োজিত নন।

চান্দাইকোনা ইউনিয়নে বৈধ এআই মোখলেছুর রহমানের পাশাপাশি অবৈধভাবে কাজ করছেন লুতফর রহমান ও আমির খসরু— দুজনই “ক্যান গান” সুবিধাভোগী বলে অভিযোগ রয়েছে।

পাঙ্গাসী ইউনিয়নে বৈধ এআই সামছুদ্দিন লাভলুর স্থলে রাকিবুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধভাবে দায়িত্ব পালন করছেন।

উল্লাপাড়া উপজেলার ১টি ইউনিয়নের মধ্যে মোহনপুরে বৈধ এআই আব্দুস সালামের স্থলে মাহমুদপুর গ্রামের আবু হান্নানের অবৈধভাবে দায়িত্ব পালন করছেন। তিনিও অবৈধভাবে ক্যান ও গান সরঞ্জাম পেয়েছেন।

তাড়াশ উপজেলার ২ ইউনিয়নের মধ্যে নওগাঁয় বৈধ এআই জাহিদুল ইসলামের স্থলে স্থানীয় মনোহারী ব্যবসায়ী ইসহাক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

মাগুরায় বৈধ এআই রেজাউল করিমের স্থলে ওষুধ ব্যবসায়ী উত্তম কুমার দায়িত্ব পালন করছেন, যিনি কোনো সরকারি অনুমোদন ছাড়াই মাঠ পর্যায়ে কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিয়নে একজন করে বৈধ প্রার্থী নিয়োগের সরকারি নীতিমালা থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের “ইচ্ছেমতো দ্বিতীয় ব্যক্তি” নিয়োগ দেওয়ার মাধ্যমে নিয়োগ বাণিজ্য চালানো হয়েছে।

প্রতি নিয়োগে ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়, এবং পরবর্তীতে “সরঞ্জাম প্রদানের” অজুহাতে আরও ৩০ হাজার টাকা করে আদায় করা হয়।

বর্তমানে এই অবৈধ নিয়োগপ্রাপ্তদের কেউ কেউ নিজেদের “সরকারি এআই কর্মকর্তা” পরিচয়ে কাজ করলেও তাদের কোনো বৈধ কাগজপত্র বা অনুমোদন নেই। ফলে এখন তারা দুশ্চিন্তায় ভুগছেন এবং অনেকেই দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা ভাবছেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আনোয়ারুল হক বলেন, এআই নিয়োগের বিভাগ ভিন্ন হওয়ায় আমার জানার তেমন সুযোগ নেই। কর্মকর্তা বদলী হওয়ায় ওই সেক্টরে আগামী সপ্তাহে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক যোগদান করবেন। তার কাছেই সকল কাগজপত্রাদী সংরক্ষন রয়েছে।

এবিষয়ে ঈশ্বরদী জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক (এ/আই) ( ভাঃপ্রাঃ ) ডাঃ মো.সেলিম হোসেনের ফোন নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালি মারা গেছেন

অনলাইন ডেস্ক: মাত্র ৪২ বছরে মারা গেলেন বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। ২০০২ সালের পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে নেচে ঝড় তুলেছিলেন তিনি। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া

সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্নরা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল

ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির জিগাতলায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া ভাইরাল ভিডিওর যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই মঙ্গলবার রাত ১টার

১২ বছর পর কারামুক্ত ডেসটিনির রফিকুল আমীন

সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর পর কারামুক্তি পেয়েছেন ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি)। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জ

ফিলিস্তিনে হত্যার পরেও যেভাবে ইসরায়েলকে ভাই বানালো মুসলিমরাষ্ট্র আরব আমিরাত

অনলাইন ডেস্ক: ইসরাইলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বের পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত। রোববার (৬ এপ্রিল), আবুধাবিতে এক বৈঠকে হাসিমুখে মুখোমুখি হন আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও

যুদ্ধ শুরু হলো: খামেনি

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম