আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের স্বশরীরে উপস্থিত হয়ে লাইভ ভেরিফিকেশন ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) সকাল ১০ টার দিকে শহরের সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত লাইভ ভেরিফিকেশন ও মূল্যায়ন সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।,
লাইভ ভেরিফিকেশন ও মূল্যায়ন সভার সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ রিয়াদ রহমান।
বিশেষ অতিথি ছিলেন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হাসিনুর হক মোল্লা, ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ স্বপ্না হাবিব,জেলাপরিষদ সদস্য মোঃ একরামুল হক একরাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখা'র সভাপতি মোঃ আমিনুর ইসলাম প্রমুখ,
অনুষ্ঠানে উপস্থাপন করেন, সিরাজগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ আলাউদ্দিন।
লাইভ ভেরিফিকেশনে শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ ২টি ওয়ার্ড এর সকল ভাতাভোগীদের কার্ড উত্তোলন করে তাদের সত্যতা যাচায় বাচাঁয় করে পুনরায় ফেরত দিয়ে দেয়। মূলত, যারা প্রকৃত ভাতাভোগী তাহারায় যেন ভাতা পায়, সেজন্যই এই লাইভ ভেরিফিকেশনের আয়োজন করা হয়।
এসময়ে অনুষ্ঠানে গন্যমান্যব্যক্তিবর্গ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.