
নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাসের সাথে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি অটল আস্থা রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ভয় বা প্রলোভনের কাছে কোনোভাবেই মাথানত করা যাবে না। এই পথচলায় তারুণ্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের স্বপ্নের বাজপাখি, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। তরুণ প্রজন্মের সাহস, শক্তি ও আদর্শিক দৃঢ়তাই আমাদের বিজয়ের পথ সুগম করবে।
এসময় সদর থানার সাবেক সহ সভাপতি সানোয়ার হোসেন, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম টুপা, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম, যুবদলের নেতা শফিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।