নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ডাঃ এম এ মুহিত ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সারোয়ারকে দল থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাঃ এম এ মুহিত ও গোলাম সারোয়ার দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
দলের শৃঙ্খলা রক্ষায় বিএনপি কঠোর অবস্থানে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।