
নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রোমানা মাহমুদ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা পৌর চর রায়পুর চৌধুরীপাড়া শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন, স্টেডিয়াম রোড পূজা মন্দির পরিদর্শন, ধানবান্ধি নিমতলা সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন, ধানবান্ধি যাদব চক্রবর্তী স্মৃতি পূজা মন্দির পরিদর্শন, ধানবান্ধি পানির ট্যাংকি শিব মন্দির পরিদর্শন , ধানবান্ধি মহানব্রত পূজা মন্দির পরিদর্শন, ধানবান্ধি নর্থ বেঙ্গল সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন,ধানবান্ধি নবদ্বীপপোল পূজা মন্দির পরিদর্শন ও সবশেষে রাত্রি ২২.০০ ঘটিকায় কালিবাড়ি গোবিন্দ ও ধর্মসভা পূজা মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সহিত মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,
জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাঈদ সুইট, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আলম,জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, এছাড়াও বিএনপির নেতাকর্মী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ, সেচ্ছাসেবী সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রোমানা মাহমুদ, প্রত্যেকটি পূজা মন্দির পরিদর্শনকালে তিনি বলেন, এবারের শারদীয় দুর্গাপূজা অনেক উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। তিনি আশা করেন এবারের শারদীয় দুর্গোৎসবে কোথাও কোন বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল না হয়। তিনি আরো বলেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবী কমিটির ব্যবস্থা করেছেন। এরপরও যদি কেউ কটাক্ষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর কোন কথা বলে তাহার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।