সিরাজগঞ্জ জেলা বাস মালিক সমিতির মেয়াদ পেরিয়ে গেলেও হচ্ছেনা নির্বাচন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের শুরুতেই। নিয়মানুযায়ী মেয়াদ শেষ হবার আগেই সাধারণ সভা, আয়-ব্যয়ের হিসাব দাখিল ও নির্বাচন পরিচালনা কমিটি করার কথা থাকলেও তা করা হয়নি। মেয়াদ শেষের পরে সমিতির সাবেক সাধারণ সম্পাদকের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী প্রক্রিয়া শুরু হলেও তা আটকে আছে অদৃশ্য কারণে। মানা হচ্ছেনা নির্বাচন সংশ্লিষ্ট রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের নির্দেশনাও।

সম্প্রতি সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির একাধিক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঙ্গে কথা বলে এবং তার দায়ের করা অভিযোগ ও বিভাগীয় শ্রম অধিদপ্তরের পত্র যাচাই-বাছাই করে এসব তথ্য জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি সরকারি নিবন্ধনকৃত (নিবন্ধন নং: রাজ-৭৫৩) একটি নির্দলীয় ও নিরপেক্ষ ব্যবসায়ী সংগঠন। কেউ সিরাজগঞ্জ জেলার নাগরিক ও বাস গাড়ির মালিক হলেই নিয়মানুযায়ী এই সমিতির সদস্য হতে পারবেন। বর্তমানে নির্বাচন পরিচালনা কমিটি ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুমোদিত সমিতির সদস্য সংখ্যা ৭০৭জন। এই সংগঠনের বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধিনস্ত রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুমোদিত একটি গঠনতন্ত্র আছে। এই গঠনতন্ত্রের বিধি অনুযায়ী সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, যা বাধ্যতামুলক। গঠনতন্ত্রের বিধি অনুযায়ী প্রতি তিন বছর পরপর সমিতির সদস্য/ভোটারদের প্রত্যক্ষ ভোটে যে কমিটির নেতৃত্ব নির্বাচিত হয় তাদের পরবর্তী তিন বৎসরের মধ্যে পরবর্তী নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের নিকট সমিতির সাংগঠনিক দ্বায়িত্বভার হস্তান্তর করতে হয়। গঠনতন্ত্রের আরেক ধারায় উল্লেখ আছে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে ত্রিশ (৩০) দিন পূর্বে সাধারণ সভার মাধ্যমে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে, যে নির্বাচন পরিচালনা কমিটি পরবর্তী (৪৫) দিনের মধ্যে নির্বাচন করবেন।

জানা যায়, গত ২০২১ সালের ৬ জানুযারী সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির নির্বাচনে লিটন সরকার সভাপতি ও আতিকুর রহমান আতিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ৮ জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করেন। সেই হিসাবে চলতি বছরের গত ৭ই জানুয়ারী নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করার কথা। কিন্তু বর্তমান কমিটি (মেয়াদ উত্তীর্ণ) তার ব্যবস্থা না করে কালক্ষেপণ করেই চলেছেন। এ অবস্থায় রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন থেকে একাধিকবার লিখিতভাবে নির্বাচনের তাগাদা দেওয়া সত্ত্বেও বর্তমান কমিটি নির্বাচন বিলম্বিত করতে থাকে। সর্বশেষ নির্বাচনের তারিখ নির্ধারণ হলেও নির্বাচন পরিচালনা কমিটি সেই তফসিল স্থগিত ঘোষণা করেন। নির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির কোনরূপ সহযোগিতা না পাওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানও পদত্যাগ করেন।

এরপর এক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. ফারুক আহম্মদকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বানিয়ে আাগামী ২ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন পরিচালনা কমিটির নতুন এই চেয়ারম্যান বরাবর একটি আদেশ পত্র দেন রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক মোহাম্মদ আমিনুল হক। কিন্তু সেই আদেশ অনুযায়ী গঠনতন্ত্রের নিয়ম মতে নির্বাচন পূর্ববর্তী যে কার্যক্রম থাকার কথা তা দেখা যাচ্ছেনা। ফলে আসন্ন নির্বাচন নিয়েও শুরু হয়েছে ধুম্রজাল। এবারও দেখা দিয়েছে নির্বাচনের অনিশ্চয়তা। এতে ক্ষোভ বিরাজ করছে মালিকদের মাঝে।

এব্যাপারে সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি বলেন, তারা যেকোনভাবে নির্বাচন না দিয়ে এভাবেই ক্ষমতা ধরে রাখতে চায়। ট্রেড অব ইউনিয়নের নির্দেশনাও তারা মানেননা। আগামী মাসের (নভেম্বর-২০২৪) দুই তারিখে নির্বাচন করার জন্য ট্রেড অব ইউনিয়নের পরিচালক নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই নির্বাচনও তারা করবেন না বলেই মনে হচ্ছে। করলে সাধারণ সভা থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রম দেখা যেত। এখন শুনছি বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানও নাকি পদত্যাগ করেছেন। এগুলো সবই নির্বাচন না করার জন্য করা হচ্ছে। তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। এজন্যই নানা নীল নকশায় লিপ্ত রয়েছেন।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাসও কোচ মালিক সমিতি একটা বিশাল বড় ব্যবসায়ী সংগঠন। এখানে এক একটা বাসের মালিক লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে বাস কিনে সমিতির সদস্য হয়। কিন্তু কার্যনির্বাহী কামিটির পরিচালনার অদক্ষতার কারণে মালিকরা ব্যবসা না পেয়ে পথে বসার উপক্রম হয়েছে। ইতোমধ্যে অনেক মালিক ব্যবসা না পেয়ে অনেক টাকা লস দিয়ে বাস বিক্রি করে দিচ্ছে। সমিতির সদস্যদের দেওয়া কল্যাণ অনুদানের নামে প্রতিদিন যে টাকা লোক নিয়োগ দিয়ে আদায় করে তার কোনো হিসাবও দেয়না। আজ পর্যন্ত তারা সমিতির বিস্তারিত আয়-ব্যয়ের হিসাবও দেয়নি। তারা গত সাধারণ সভায় অপূর্ণ একটি হিসাব উপস্থাপন করলেও সেটাও ছিল অস্বাক্ষরিত, তবুও সভাপতি কর্তৃক সাধারণ সভার রেজুলেশনে সেটা অনুমোদিত দেখানো হয়। তিনি আরও বলেন, কোন খাত থেকে কত টাকা আয় হচ্ছে এবং কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে তার বিস্তারিত জানার অধিকার সদস্যদের আছে। কিন্তু তারা সঠিকভাবে সেটাও জানাচ্ছেন না। এ বিষয়গুলো সঠিক তদন্ত করলে প্রতিদিনের আয়ের ও ব্যয়ের হিসাব পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।

এব্যাপারে সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক বলেন, নির্বাচন দেওয়া ও নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের। তাই আগামী ২ তারিখে নির্বাচন হচ্ছে কিনা সেটাও তিনিই বলতে পারবেন। তবে শুনলাম গত ২০ তারিখে নাকি তিনিও পদত্যাগ করেছেন।

তাহলে কি নির্বাচন হচ্ছেনা বা বারবার কেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানরা পদত্যাগ করছেন এবং সার্বিক অবস্থা কি এমন প্রশ্নের উত্তরে আতিক বলেন, আপনি পারলে সভাপতির সঙ্গে একটু কথা বলেন, তিনিই বিস্তারিত বলতে পারবেন।

এব্যাপারে কথা বলার জন্য নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. ফারুক আহম্মদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩১ মে) পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

লাশ দেখে উচ্চৈঃস্বরে কান্নাকাটি নিষিদ্ধ

আমাদের দেশে অনেকেই বলেন, মৃত স্ত্রীকে স্বামী আর মৃত স্বামীকে স্ত্রী দেখতে পারেন না। অথচ শরিয়তে এর কোনো ভিত্তি নেই। অন্যদিকে মৃত পুরুষ হোক অথবা

সিরাজগঞ্জ সদর হাসপাতালে জাল ভাউচারে লাখ লাখ টাকা আত্মসাৎ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিরাজগঞ্জসহ আশেপাশের জেলার মানুষ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালটি সুনামের সাথে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছে। চিকিৎসার শেষ

রোজার মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৮১ শতাংশ’

নিজস্ব প্রতিবেদক: রোজার মাসে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগাম ছাড়িয়েছিল। এর প্রভাব পড়েছে মাস শেষের মূল্যস্ফীতিতে। মার্চ মাসে গড় মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮১ শতাংশে

‘সাদা সাদা-কালা কালা’ গান গাওয়ায় কিলি পলকে ধন্যবাদ দিলেন চঞ্চল

হাওয়া’ সিনেমাটি গত বছর দেশে আলোচনার ঝড় তুলেছিল। এটি ব্যাপক ব্যবসায়িক সফলতা লাভ করেছিল। গভীর সমুদ্রে চিত্রায়িত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমার ‘সাদা

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

ঠিকানা টিভি ডট প্রেস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মিসরের কায়রোতে ডি-৮ শীর্ষ