
মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক মতিয়ার রহমান ও সদস্যসচিব টি এম শাহদৎত হোসেন ঠান্ডুর নেতৃত্বে জেলার ৬টি উপজেলা ও ২টি থানা এলাকায় উপস্হিত হয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্যে স্বাক্ষাত ও মতবিনিময় সভা করেন। বৃহস্পতি বার দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করেন সিরাজগঞ্জ জেলা কৃষকদল। স্হানীয় নেতাকর্মীদের উদ্দ্যশে, বৈষম্যবিরোধী
ছাত্র-জনতা আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের প্রতি সার্বিকভাবে সহযোগীতার আহ্বান জানান। সর্বশেষে এনায়েতপুর থানা নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা কৃষকদলের সভাপতি মোঃমেরাজুল ইসলাম মেরাজ।এসময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুকনী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম হোসেন গোলাফ,যগ্নআহ্বায়ক জানে আলম ভুইঁয়া প্রমূখ।