সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সোমবার বিকেলে। স্থল চর দারুস সালাম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপির কর্মী ও সমর্থকদের একটি অংশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে বলে জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন স্থল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা লিয়াকত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর, সিরাজগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলী আলম। এছাড়া এনায়েতপুর থানা জামায়াত, চৌহালী উপজেলা জামায়াত ও বেলকুচি উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির মোট ৭২ জন কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে তাদের দলে যোগদান করেছে। তবে স্থল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়কের পক্ষ থেকে জানানো হয় যে, ওইদিন কোনো জনসভা অনুষ্ঠিত হয়নি এবং বিএনপির কোনো কর্মী অন্য দলে যোগ দেয়নি।
দুই পক্ষের দাবি-অস্বীকারকে ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে যোগদান প্রসঙ্গে পক্ষগুলোর ভিন্নমুখী বক্তব্যের কারণে ঘটনাটির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.