প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জ কাশিয়াহাটা মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের একটি মাঠ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
স্থানীয়রা রবিবার সকালে মাঠে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং বাম চোখ ক্ষতিগ্রস্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।
উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.