নজরুল ইসলাম: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিরাজগঞ্জের বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ এলজিইডি কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন, সহকারী প্রকৌশলী ইফতিয়ার আহমেদ ধ্রুব, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা প্রকৌশলী, এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার ও কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে বরণ করেন। এসময় এলজিইডি চত্বরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এলজিইডির বিভিন্ন প্রকল্পে অনিয়মে জড়িয়ে পড়ায় এক বছরের মাথায় তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.