জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকাগামী সিরাজগঞ্জ জেলার একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু করার দাবিতে গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার অয়োজনে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে এই মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে ছাত্র অধিকার পরিষদরে সভাপতি সালমান রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-দপ্তর সম্পাদক হৃদয় মাহমুদ, গণঅধিকার পরিষদের সিরাজগঞ্জ সদর উপজেলার সাধারন সম্পাদক অর্নব খান জয়, ক্রীড়া সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেনসহ আরো অনেকে।
কর্মসুচিতে বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু না হলে তারা বৃহত্তর অন্দোলনে যেতে বাধ্য হবে। তারা দ্রুত ট্রেন চালুর জন্য পশ্চিম অঞ্চল রেলের উর্ধ্বতন কর্মকর্তা বরাবর স্বারক লিপি পাঠাবেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.