সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী তানভীর ইমামের প্রচার ক্যাম্পে বিএনপির সাবেক নেতা সাইদুল ইসলামের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায়।
স্থানীয়দের দাবি, ঘটনাটি এলাকায় বিদ্যমান রাজনৈতিক অবস্থাকে নতুন করে আলোচনায় আনে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ভাইরাল ছবিটি বাস্তব নাকি সম্পাদিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য দেখা গেছে।
একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, সাইদুল ইসলামের রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক কার্যক্রম—উভয় দিক থেকেই ছবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে কিছু পক্ষ। অন্যদিকে একটি অংশ মনে করছে, ছবিটি সম্পাদিত হতে পারে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত বা প্রযুক্তিগত যাচাইয়ের তথ্য পাওয়া যায়নি।
ছবিটি ছড়িয়ে পড়ার পর সাধারণ ভোটার, স্থানীয় রাজনৈতিক কর্মী ও সংশ্লিষ্ট মহলের মধ্যে আলোচনার পাশাপাশি মতপার্থক্য তৈরি হয়। ছবি ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয়রা মনে করছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.