সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
শুক্রবার দুপুরে উল্লাপাড়া মডেল থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি, বেতবাড়ী, বন্যাকান্দি, সদাই, পূর্ব সাতবাড়িয়া, রামকান্তপুরসহ বিভিন্ন ফসলের মাঠ থেকে কৃষকের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করে আসছিল এই চোর চক্র।
ট্রান্সফরমার চুরির ফলে কৃষকের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। কৃষকদের মামলার ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত আসামীদের নিকট থেকে চোরাইকৃত ২টি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের ভিতরের মূল্যবান তামার তার উদ্ধার করা হয়েছে।'
গ্রেপ্তারকৃত আসামি, উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত জিল্লুর মন্ডলের ছেলে আসাদুজ্জামান আসাদ (২৫), বন্যাকান্দি গ্রামের মোঃ চাঁদ আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম (২৬), ঘোষগাঁতী গ্রামের মৃত মনোরঞ্জন দত্তের ছেলে শ্ৰী উজ্জল দত্ত (৪০), নয়নগাতী গ্রামের মৃত রাজ আলীর ছেলে মোঃ রাজিব হোসেন (২৫) ও হামিদ জোয়াদ্দারের ছেলে মোঃ ইউনুছ আলী (৪২)
এদের মধ্যে রাজিব হোসেন ও ইউনুস আলী বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। খুব তারাতাড়ি এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.