জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেশের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড সহ ৬ দফা ন্যায্য দাবীতে সিরাজগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচি'র অংশ হিসেবে সকাল থেকে তারা ক্লাস বন্ধ রেখে প্রতিষ্ঠানের ক্যাম্পাস অবস্থান নেন ও অধ্যক্ষ কক্ষে তালাবদ্ধ করে এ অবস্থান কর্মসূচি পালন করেছে শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি) মেডিকেলের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি গান্ধাইল কাজিপুর মেডিকেল প্রাঙ্গনে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজীও ছাত্র সংগ্রাম পরিষদ আই এইচ টি, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ৬ দফা ন্যায্য দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে। অবস্থান কর্মসুচিতে এক আলোচনা সভায় আই এইচ টির তৃতীয় বর্ষের ফার্মেসী বিভাগের মোঃ অপূর্ব ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ল্যাবরেটরী বিভাগের ছাত্র আলআমিন, ফার্মেসী বিভাগের মাহিম আল হাসান, ল্যাবরেটরী বিভাগের মিলন সরকার, আল রাফি, জুবায়েত ও ৬ষ্ট তম, ব্যাচের ছাত্রী শোভা ও সপ্তম ব্যাচের ছাত্রী শরিফা, মোছাঃ বিথী প্রমুখ।
এ বিষয়ে শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অধ্যক্ষ ডাঃ জুবায়দা মেহের নাজ বলেন,সারা দেশে এ আন্দোলন চলছে এটা আমার জানা আছে এ দাবী সঠিক আজকে এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা সার্টডাউন করে রেখেছে আমি বিষয়ে উদ্ধোতন কর্মকর্তাকে জানিয়েছি আশা করি বিষয়টি তারা দেখবেন।
বক্তারা বলেন, আমাদের ছয় দফা দাবি মেনে না নেয়ার কারণে নানা ভাবে বৈষম্যের শিকার হচ্ছি। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা আমাদের লেখাপড়া নিয়ে চরম দুশ্চিন্তা ও হতাশার মধ্যে সময় পার করছি। আমাদের সমস্য সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এবং দাবি না মানলে আরো কঠিন কর্মসূচি পালন সহ আমরণ অনশন কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.