সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমাঞ্চল দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ পথ হওয়ায় এলাকাটি নিয়মিত নজরদারির আওতায় রয়েছে। মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।
সোমবার ভোর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় ঢাকা–রাজশাহী মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি চালায় র্যাব-১২। এ সময় ট্রাক থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পুকুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. আজিজুল হক (৩২) ও একই উপজেলার একবরপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে মো. বিশু আলী (২৮)। অভিযানে একটি ট্রাক, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ায় জব্দ রেখে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.