জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩ কেজি গাঁজা, একটি পিকআপসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কড্ডার মোড় এলাকায় অভিযান পরিচানা করে তাদের আটক করে সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামাড়ী থানার নয়াবাড়ি গ্রামের নুর হোসেনের ছেলে (ড্রাইভার) মাসুদ রানা (২৭), একই উপজেলার বানিয়াটারী গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে (হেলপার) মামুন মিয়া (২৬) ও গাঁজার মালিক বেলকুচি থানার চন্দনগাতী মৌলভীপাড়ার সমশের আলীর ছেলে রেজাউল করিম (৪০)।
পুলিশসুত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আসাদুজ্জামান সহ থানার অফিসার ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপ যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৬৩৩৪। মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য কড্ডার মোড় এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালানো হয়। অভিযান চালিয়ে পিকআপ হতে মোট ৮ (আট) পোটলা শুকনা মাদকদ্রব্য গাঁজা যার ওজন ৪৩ কেজি পিকআপসহ উদ্ধার করে জব্দ করা হয়েছে। এসময় ড্রাইভার, হেলপার ও গাঁজার মালিককে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.