মো: মাসুদ রানা.সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। এ সময় গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩.০৫ ঘটিকার সময় সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারস্থ নিউ লাইফ হসপিটালের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত মাদক কারবারিরা হলেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার নবীনগর গ্রামের মোঃ সন্তুু মিয়ার ছেলে (প্রাইভেট কার চালক) রাশিদুল ইসলাম (৩০) ও মোঃ জোনাব আলীর ছেলে ফিরোজ মিয়া।
সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এর সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২৩ সেপ্টেম্বর রাত ৩.০৫ ঘটিকার সময় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারস্থ নিউ লাইফ হসপিটালের সামনে বগুড়া হতে ঢাকা গামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রংপুর বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের নিজস্ব প্রাইভেট কার যোগে পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
পরে আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.