লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে উম্মুল মো’মীনিন হযরত আয়েশা(রা:) এর জীবন কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংিস্কৃতিক কেন্দ্রে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা: আফসানা ইয়াসমিন।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহর সঞ্চালনায় উম্মুল মো’মীনিন হযরত আয়েশা(রা:) এর জীবন কর্মের উপর বিশদ আলোচনা করেন ধানবান্ধি মহিলা কওমী মাদ্রসার মুহতামিম মোছা: মনোয়ারা বেগম। জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপার ভাইজার মো: আনোয়ার হোসেন, মোহাম্মদ শাহিন সরকার প্রমূখ।