নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর এবং রায়গঞ্জ উপজেলায় সেনাবাহিনীর যৌথ পৃথক দুটি অভিযানে ১৬ হাজার কেজি ফেয়ার প্রাইসের চাল জব্দ এবং অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত থাকা মালিক পক্ষসহ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়টি সিরাজগঞ্জ সদর সেনা ক্যাম্প ও নিমগাছি আর্মি ক্যাম্প থেকে পাওয়া তথ্য জানা যায়, বৃহস্পতিবার (২৯ মে) রাতে জেলার সদরে মালশাপাড়া এলাকায় নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে প্রায় ১০ হাজার কেজি এবং রায়গঞ্জের চিরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার কেজি সরকারি চাল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন ইয়াকুব আলী(৭০), মোঃ মাহফুজ হোসেন (২৫), মোঃ শাকিল হোসেন (২৮), মোঃ রাজু (২৫), মোঃ শরিফ হোসেন (৩৫), মোঃ আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) এবং মোঃ সাইফুল (৩৫)। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরও জানা যায়, অবৈধভাবে গুদামজাতে সংরক্ষনে রাখা সমাজের অসহায় গরিব-দুঃখীদের জন্য বরাদ্দ ন্যায্য মূল্যের চাল উদ্ধার করা হবে সাথে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হবে।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আর্মি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা, পুলিশ ও উপজেলা ফুড পরিদর্শকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.