সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় সেই ভিক্ষুকের ঘর থেকে আবারও উদ্ধার হয়েছে এক বস্তা টাকা। এর আগে গত ৯ অক্টোবর সকালে একই স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছিল দুই বস্তা টাকা। ওই দুই বস্তায় ছিল ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা।
শনিবার (১১ অক্টোবর) সকালে পাওয়া টাকাগুলো গুনে জানা গেছে, মোট ৪৭ হাজার ৮২৬ টাকা রয়েছে। দুই দফায় উদ্ধার হওয়া টাকার মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা।
স্থানীয়রা জানান, প্রায় ৬৫ বছর বয়সী মোছা. সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি বহু বছর ধরে সিরাজগঞ্জ কওমি জুট মিলে’র পরিত্যক্ত একটি বারান্দায় একাই বসবাস করতেন। স্থানীয়দের ভাষায়, সালেয়া বেগম ছিলেন অত্যন্ত মিতব্যয়ী; নিজের প্রয়োজনেও কখনো অর্থ খরচ করতে দেখা যেত না তাকে।
তার একমাত্র মেয়ে মোছা. শাপলা খাতুন বলেন, মা আমাদের সঙ্গে থাকতেন না, একাই থাকতেন। আগের দিন দুই বস্তা টাকা পাওয়া গিয়েছিল, আজ আবার বারান্দার নিচ থেকে আরও টাকা পাওয়া গেছে। আমি এখন মায়ের কাছেই আছি। এই টাকা দিয়েই মায়ের চিকিৎসা করাব।
তার জামাতা, মাছুমপুর পশ্চিমপাড়ার রিকশাচালক মো. শহিদুল ইসলাম বলেন, শাশুড়ি অসুস্থ ছিলেন। আমি চিকিৎসার কথা বললে তিনি কিছু বলতেন না। আজ আবার এলাকাবাসী ও স্থানীয় কমিশনার শাহরিয়ার শিপু গিয়ে বারান্দার নিচ থেকে টাকা পেয়েছে। সবাই মিলে গুনে দেখা গেছে ৪৭ হাজার ৮২৬ টাকা।
স্থানীয়রা আরও জানান, সালেয়া বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করেন। কেউ কখনো ভাবেননি তার কাছে এত টাকা জমে থাকতে পারে।
স্থানীয় প্রশাসন ঘটনাটি খোঁজ খবর রাখছেন এবং টাকাগুলোর সঠিক হিসাব সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.