প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ তেলপাম্প এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সিএনজি টেম্পু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মাদ্রাসা শিক্ষক নিহত এবং অপর একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মাওলানা মো. আব্দুস সামাদ (৬৫), তিনি পাবনার চাটমোহর উপজেলার চর নবীন দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার। আহত শিক্ষক মাওলানা মো. হাদিসুর রহমান (৫০), ওই মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক। তাদের বাড়ি চাটমোহরের হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বখতিয়ার মাহবুব জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, দুই শিক্ষক মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন, এমন সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি টেম্পুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাওলানা আব্দুস সামাদ নিহত হন এবং হাদিসুর রহমান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সারমিন আলম জানান, আব্দুস সামাদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হাদিসুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত জানার জন্য এক এসআইকে বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.