সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া এলাকায় ট্যাংলরী ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ঘটনা স্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে সিএনজির চার যাত্রী।
বৃহস্পতিবার (৩ এপ্রিল), বিকেল ৩টার দিকে উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজের উপর এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত সিএনজি চালক সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়ার আলোকদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শরিফুল ইসলাম (৩৫) এবং সিএনজির যাত্রী উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন(৩৫)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ বলেন, বিকেল আনুমানিক ৩টার সময় পুর্বদেলুয়া ব্রীজের উপর বাঘাবাড়ী থেকে আসা ট্যাংকলরী ব্রীজের উপর আসলে উল্লাপাড়া গামী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে সিএনজি চালক ও যাত্রীসহ দু জনের মৃত্যু হয়। গুরুতর হয় আরো চার জন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছান হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতেদ নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন এবং মরদেহ উদ্ধার হাটিকুমরুল হাইওয়ে থানা নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ট্যাংকলরীটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।