
লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছ।
রবিবার সকাল ১০টায় তাড়াশ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে ও ইউনিসেফের কারিগরি সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয় ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো: মহিউদ্দিন ।
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিক্যাল অফিসার মো: রিয়াজুল ইসলাম, জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাও: তরিকুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মো :আনিছুর রহমান, মো:শাহিন সরকার, মডেল কেয়ারটেকার মো :আব্দুল মাজিদ, আব্দুল লতিফ প্রমূখ।
কর্মশালায় তাড়াশ উপজেলার ইমাম,গন শিক্ষকার শিক্ষক, কওমী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাসহ ৪০জন অংশগ্রহণ করেন।