
লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ।
বুধবার সকাল ১০টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই কমশালা অনুষ্ঠিত হয়েছে ।কমশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো:আব্দুল হামিদ।
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মো :হাবিবুল্লাহ, ফিল্ড সুপারভাইজার মো :মহিউদ্দিন আহমেদ খান, মো:আনোয়ার হোসেন,শাহিন সরকার প্রমূখ।
অনুষ্ঠান শেষ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম।