
লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা কাযালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
ফিল্ড অফিসার মো: হাবিবুল্লাহর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মো; মহিউদ্দিন খান, মো:রেজাউল করিম, মো:মাহবুবুল আলম, মো: শাহিন সরকার, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো: তরিকুল ইসলাম, মডেল কেয়ারটেকার মো আব্দুল মাজিদ, মো:ইমরান হোসেন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অপ সাংস্কৃতি রোধে ইসলামি সংস্কৃতির বিকল্প নেই। একমাত্র ইসলামি অনুশাসন মেনে চললেই মানব জাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি মিলবে। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন তোমারা আগামী দিনের ভবিষ্যৎ তোমারাই পারবে একটি বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে,এজন্য তোমাদের প্রচুর লেখা পড়া করতে হবে।
পরে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার ও সনদ বিতরণ করেন।’