নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলায় শালিস বৈঠকে হারান আলী সেখ (৫৫) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মারধরে নিহতের স্ত্রী মরিয়ম বেগম, ছেলে ইকবাল হোসেন, মেয়ে শাপলা খাতুন ও নাতি আল আামিন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হারান আলী সেখ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
নিহতের ছেলে ইকবাল হোসেন বলেন, ‘বোন শাপলা ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকালে বোন জামাইয়ের বাড়িতে শালিসি বৈঠক বসে। বৈঠকের শেষ দিকে বোন জামাই ও তার পরিবারের লোকজন মিলে শালিসে হামলা করেন। ওই সময় দেশীয় অস্ত্রের আঘাতে বাবা, মা, বোন, ভাগ্নে ও আমাকে মারধর করা হয়।
আহত অবস্থায় সবাইকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’
সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, ‘মৃতের মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে পারিবারিক বিরোধের সমাধাকল্পে শালিসী বৈঠকে বসা হয়। শেষের দিকে মেয়ে জামাইয়ের পরিবারের লোকজন শালিসে হামলা চালিয়ে হারান আলীসহ তার পরিবারের লোকজনকে মারধর করলে বৈঠক পণ্ড হয়ে যায়।’
সদর থানার এসআই সোহাগ হোসাইন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.