প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৯, ২০২৫, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে শহিদ ১৩ পরিবারকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা ও ঈদ সামগ্রী প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জুলাই ২৪ বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানে নিহত ১৩ শহিদ পরিবারকে জেলা প্রশাসনে পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর দক্ষিণ পাড়া নিবাসী শহিদ সোহানুর রহমান খান রঞ্জুর বাড়ীতে যেয়ে তার স্ত্রী মৌসুমি খাতু ও শিশু সন্তান রোজার সাথে দেখা করে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
এসময় তার সাথে ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ফারুক আফজাল রাজন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না,জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাসি।
পরে পৌরসভার একাডালা গ্রামে শহিদ আবদুল লতিফের বোন সালেহা ও মাসুমা এবং কোল গয়লার শহিদ সুৃৃমনের পিতা গঞ্জের আলীর হাতে ঈদ সামগ্রী তুলে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন।
এনডিসি মারুফ আফজাল রাজন জানান,সিরাজগঞ্জে জুলাই ২৪ এর ১৩ শহিদ পরিবারের অন্যদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা সহ ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.