নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুস ছালাম বলেন, জুরান প্রামানিকের ছেলে আজিম প্রামানিকের বসতঘরে হঠাৎ আগুন দেখা দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি ঘরে। আগুনে ঘরের ভেতরে থাকা ধান, চাল, নগদ টাকা, সাইকেল, গহনা, দলিলপত্র ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।
বাড়ির মালিক আজিম প্রামানিক বলেন, আগুন দেখে চিৎকার করতে থাকি। এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালালেও পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু চোখের সামনে আমার সবকিছু ছাই হয়ে গেল। প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.